ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজটের সৃষ্টি হয়েছে
- আপডেট সময় : ০৮:১৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরিপুর পর্যন্ত অন্তত ৭ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। অসহনীয় গরমে যানজটে আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে পণ্যবাহী গাড়ির চালক ও ব্যক্তিগত গাড়ির যাত্রীদের। হাইওয়ে পুলিশ বলছে, করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ঢাকামুখী সড়কে চেকপোস্ট করার কারনে যানজটের সৃষ্টি হচ্ছে।
করোনা পরিস্থিতিতে মহাসড়ক দিয়ে ঢাকামুখি সড়কে জরুরী প্রয়োজন ছাড়া কেউ যেন রাজধানীতে প্রবেশ করতে না পারে, সেজন্য কুমিল্লা অংশের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়েছে হাইওয়ে পুলিশ। চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী গাড়ির বাড়তি চাপ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে। রোজা রেখে প্রচন্ড রোদে যানজটে পড়ে দূর্ভোগের কথা জানান চালকরা।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এম্বুলেন্স কিংবা জরুরী পন্যবাহী গাড়ি ছাড়া অন্য গাড়ি গুলো তল্লাশী করছে হাইওয়ে পুলিশ। সড়কে পন্যবাহী গাড়ির বাড়তি চাপ থাকায় কিছুটা যানজটের সৃষ্টি হলেও থেমে থেমে গাড়ি চলছে বলে জানান তিনি।
মানুষের দুর্ভোগ কমাতে মহাসড়ক থেকে যানজট নিরসনে সরকারের বিশেষ নজরদারি চেয়েছেন সাধারণ মানুষ।