বগুড়া-১ আসনের উপ-নির্বাচনকে ঘিরে চলছে শেষ সময়ের প্রচারণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
মঙ্গলবার বগুড়া-১ আসনের উপ-নির্বাচনকে ঘিরে চলছে শেষ সময়ের প্রচারণা। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সুষ্ঠুভাবে ভোট নেয়ার সব প্রস্ততি শেষ করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সারিয়াকান্দি-সোনাতলা উপজেলা নিয়ে গঠিত বগুড়া-১ আসনে টানা তিনবার সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। উপ-নির্বাচনে তার স্ত্রী সাহাদারা মান্নানকে প্রার্থী করেছে আওয়ামী লীগ। করোনা ও বন্যার কারণ দেখিয়ে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চান ভোটাররা।এবার ১২৪টি কেন্দ্রে সকাল ন’টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট নেয়া হবে।