সিলেটে পুলিশের নির্যাতনে হত্যার ঘটনায় দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনের মাধ্যমে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত হবে এবং দোষীকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া ধর্ষণের বিচার সুষ্ঠুভাবে করার লক্ষ্যে তদন্তের ওপর বেশী জোর দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
গত শনিবার বিকেলে কম্পাউন্ডার হিসেবে কর্মরত রায়হান কাজে বের হবার পর রাত ১০টা থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। রায়হান সেই রাতেই তার মাকে জানান, বন্দরবাজার ফাঁড়িতে পুলিশ তাকে আটকে রেখেছে এবং নির্দিষ্ট টাকা দিলেই মিলবে মুক্তি। তবে মাত্র ১০ হাজার টাকা না পাওয়ায় রাতভর নির্যাতনের পর মৃত্যু হয় রায়হানের। পুলিশ জানায়, ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে।
প্রাথমিক তদন্তে এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চার পুলিশ সদস্যকে সোমবার সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হলেও কি হতে যাচ্ছে অভিযুক্তদের বিরুদ্ধে সে প্রশ্ন ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।
এসময় নারী নির্যাতন ও ধর্ষণ নিয়েও কথা বলেন মন্ত্রী।
তিনি আরও বলেন, আইনের মাধ্যমে যেমন এসিড নিক্ষেপ রহিত করা গেছে তেমনি নারী নির্যাতনও বন্ধ করা যাবে।