ধর্ষণ মামলায় যুগান্তকারী রায় এলো হাইকোর্ট থেকে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ধর্ষণ মামলায় যুগান্তকারী রায় এলো হাইকোর্ট থেকে। এখন থেকে ধর্ষণ প্রমাণে মেডিকেল রিপোর্ট মুখ্য নয়। পারিপার্শ্বিক অবস্থা ও সাক্ষ্য বিবেচনায় নিয়ে সাজা নিশ্চিত করা হবে। বুধবার বিচারপতি রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন।
রায়ে বলা হয় ভুক্তভোগী দেরিতে মামলা করলে সেটি মিথ্যা বলা যাবে না। মামলার নথি থেকে জানা যায়, ১৫ বছরের কিশোরী মামলা করতে যান। কিন্তু মামলা না নিয়ে সালিশের প্রস্তাব দেয় পুলিশ। পরবর্তীতে ভুক্তভোগীর বাবা আদালতে মামলা করেন। কিন্ত তাতেও পুলিশের চাপে হয়নি মেডিকেল পরীক্ষা। যে মামলার আসামি ইব্রাহীম গাজীর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে হাইকোর্ট বলেন, বিলম্ব মানেই কোনো মামলা মিথ্যা নয়। আদালত তার রায়ে বলেন, ধর্ষণের শিকার ঐ কিশোরী যেন বিচার না পায় সেজন্য খুলনার দাকোপ থানা পুলিশ সে সময় সব চেষ্টাই করেছিলো।