ফরিদপুর-৪ আসনের এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ফরিদপুর-৪ আসনের এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন।
ফরিদপুরের চরভদ্রাসন থানায় মামলা করেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব অশোক দেবনাথসহ নির্বাচন কমিশনের তিন সদস্য। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সরকারি কর্মকর্তাকে হুমকির অভিযোগে মামলাটি হয়েছে। গত ১০ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে সমর্থককে আটক করায় চরভদ্রাসনের ইউএনওকে ফোন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে গালিগালাজ ও হুমকি দেয়ার অভিযোগ ওঠে নিক্সনের বিরুদ্ধে। পরে, রাতে এক জনসভায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে নিক্সন চৌধুরী ও তার অনুসারীরা জেলা প্রশাসনের বিষোদগার করেন।