১৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারতের চিলাহাটি-হলদীবাড়ি ট্রেন সার্ভিস চালু হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারতের চিলাহাটি-হলদীবাড়ি ট্রেন সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। সেদিন দুই দেশের প্রধানমন্ত্রী এই সার্ভিস উদ্বোধন করবেন বলেও জানান তিনি।
পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে দুপুরে আনুষ্ঠানিকভাবে পঞ্চগড়-রাজশাহী রুটে বাংলাবান্ধা এক্সপ্রেস আন্তনগর ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। এসময় উপস্থিত ছিলেন, রেলওয়ে পশ্চিমাঞ্চল বিভাগের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনসহ অন্যরা।