লালন সাঁই’র মাজারের প্রধান গেট তালাবদ্ধ দেখে ফিরে যাচ্ছেন বাউল-সাধুরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
বাউল সম্রাট লালন সাঁইর ১৩০তম তিরোধান দিবস আজ। তবে করোনার কারণে কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়াবাড়ীতে নেই আগের মতো আয়োজন। উৎসব স্থগিত করা হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণায় ও জেলা প্রশাসনের নির্দেশে।
নিষেধাজ্ঞার পরেও লালনের ভক্তরা সকাল থেকে ছেঁউড়িয়ায় ভীড় করছেন। তবে, লালন সাঁই’র মাজারের প্রধান গেটে তালাবদ্ধ দেখে ফিরে যাচ্ছেন বাউল-সাধুরা। কুষ্টিয়া লালন একাডেমীর সদস্য সচিব ও এনডিসি তাইফুর রহমান জানিয়েছেন, প্রকৃত লালন অনুসারীদের আবেদনের প্রেক্ষিতে আজ ও কাল সন্ধ্যায় শুধু ফকির-বাউলদের জন্য গেট খুলে দেয়া হবে। সামাজিক দূরুত্ব রেখে ভক্তি-শ্রদ্ধা জানানো শেষে লালন সাঁইর মাজারের গেইটি আবার বন্ধ করে দেয়া হবে।