আগামী ২২ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব, নেই উৎসবের আমেজ
- আপডেট সময় : ০২:২৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
করোনার কারনে এবার দুর্গাপূজায় উৎসবের আমেজ পাচ্ছেনা সাতক্ষীরার সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিমা কারিগরদের মাঝেও নেই আনন্দ। তবু, রং-তুলির নিপুন ছোঁয়ায় তারা ফুটিয়ে তুলছে দেবী দুর্গা। স্বাস্থ্যবিধি মেনে পূঁজা আয়োজনে সতর্ক সংশ্লিষ্টরা। এদিকে, শারদীয় পূজাকে সামনে রেখে মৌলভীবাজারের মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরীর কাজ। লোক সমাগম নিয়ন্ত্রণে রাখতে সার্বক্ষণিক মাঠে থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সাতক্ষীরার ৫৬৪টি মন্ডপে চলছে প্রতিমা সাজাতে রং-তুলির কাজ। সরকারের বেঁধে দেওয়া ২৬ নির্দেশনা মেনে চলছে শারদীয় দুর্গাৎসবের প্রস্তুতি। তবে, করোনার কারণে কিছুটা হতাশ দর্শনার্থীরা। দিনরাত পরিশ্রম করেও কাজের প্রকৃত মুজরি না পাওয়ায় মন খারাপ প্রতিমা শিল্পীদের।
স্বাস্থ্যবিধি নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান, পূঁজা উদযাপন কমিটির এই নেতা।
জেলার সব মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান, পুলিশ সুপার।এদিকে, মৌলভীবাজারে প্রায় এক হাজার মন্ডপে দুর্গা পূঁজার প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরিতে শেষ মুহূর্তের ব্যস্ততায় দিন-রাত কাজ করছে শিল্পীরা। ঢাকের তালে আর কাশির বাড়িতে দেবীকে আহবান জানানের অপেক্ষায়, ভক্তরা।
স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রতিটি পূঁজা মন্ডপে পুলিশ-র্যা বের পাশাপাশি আনসার-ভিডিপি মোতায়েন করা হবে। জেলাজুড়ে সম্প্রীতি বজায় রাখার আশা করছে পুলিশ।
আগামী ২২ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। ২৬ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।