নির্বাচনে হারলেই সরকারকে দোষারোপ করে বিএনপি : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী টালবাহানার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সময় হলেই নির্বাচন হবে। আর তখন জনগণই ঠিক করবে পরবর্তী সরকার কে হবে। সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড “ডিএমটিসিএল”-এর আলোচনা সভায় ভার্চুয়াল বক্তব্যে একথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের আরো বলেন, পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেশের মানুষকে লজ্জা আর হতাশার সাগরে ডুবিয়েছিল বিএনপি।
শনিবার সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড “ডিএমটিসিএল” এর সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এই সময় তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি অপশক্তি দেশকে পিছিয়ে দেয়ার নানান ষড়যন্ত্রে লিপ্ত ।
বিএনপি নেতিবাচক রাজনীতি করছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে জিতলে কথা নাই। কিন্তু হারলেই নির্বাচন কমিশন ও সরকারকে দোষারোপ করে তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে গুজব সৃষ্টি করা হচ্ছে। কিন্তু তাদের সব অপচেষ্টা ব্যর্থ হয়ে যাবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের ।