আশুলিয়ায় ঢাকা ইপিজেডের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় ঢাকা ইপিজেডের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় সাড়ে ৪ ঘন্টা পর রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
শনিবার রাত ১০ টার দিকে আশুলিয়ার নতুন ইপিজেড এর প্যাকজার বাংলাদেশ লিমিটেড ইউনিট-২ নামের পোশাক কারখানায় আগুন ধরে যায়। রাতে কারখানা বন্ধ থাকায় এতে কেউ আহত হয়নি। তবে আগুনে পুড়ে গেছে কারখানার বিপুল পরিমাণ মালামাল। ফায়ার সার্ভিস জানায়, ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে সাভার ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। ৫ তলা ভবনের ২তলায় আগুনের সুত্রপাত। রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।