মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯৯ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে
- আপডেট সময় : ০১:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯৯ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ ১৪ হাজার। সংক্রমণের দ্বিতীয় ধাপে যুক্তরাষ্ট্রে আবার বাড়ছে করোনার সংক্রমণ। অন্তত ১০ টি অঙ্গরাজ্যে জুলাইয়ের পর একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমণ দেখা গেছে শনিবার।
গণমাধ্যমগুলো বলছে, কলোরাডো, আইডাহো , ইন্ডিয়ানা, মিনেসোটাসহ ১০ রাজ্যে হুহু করে সংক্রমণ বাড়ছে। একদিনে ৫৪ হাজারের বেশি শনাক্তে দেশটিতে মোট শনাক্ত প্রায় ৮৩ লাখ ৪৩ হাজার। ২৪ ঘণ্টায় ৬৩৮ জনের মৃত্যুতে এখন পর্যন্ত প্রাণহানি ২ লাখ ২৪ হাজারের বেশি। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে এক লাখ ১৪ হাজার ৬৪ জনের। তৃতীয়ে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় মারা গেছে এক লাখ ৫৩ হাজার ৬৯০ জনের। ২৪ হাজার ২ জনের মৃত্যুতে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। পঞ্চম স্থানে স্পেন। সেদেশে মারা গেছে ৩৩ হাজার ৭৭৫ জনের। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।