পাড়া-মহল্লার উঠতি মাস্তানদের রুখতে ডিজিটাল ডাটাবেইজ তৈরির উদ্যোগ
- আপডেট সময় : ০৩:০৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
পাড়া-মহল্লার উঠতি মাস্তানদের রুখতে ডিজিটাল ডাটাবেইজ তৈরির উদ্যোগ নিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এরি মধ্যে প্রায় সাড়ে তিন’শ কিশোরকে আটক করে পুলিশ। যদিও সংশোধনের সুযোগ দিতে বাবা-মার জিম্মায় বেশিরভাগকেই ছেঁড়ে দেয়া হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান ও খেলাধূলা-সংস্কৃতি চর্চা বন্ধ থাকায় কিশোর অপরাধ বেড়েছে।
গেল ১১ অক্টোবর বাড়িতে বাবা-মা না থাকার সুযোগে ১৪ ভরি স্বর্ণ গোপনে নিয়ে গিয়ে বিভিন্নজনের কাছে বিক্রি করে দেয় রাজশাহী নগরীর দামকুড়া থানা এলাকার এক যুবক। বন্ধু-বান্ধব মিলে নেশার টাকা যোগাতেই মায়ের গহনা চুরি করে সে। অন্যদিকে, বন্ধুদের নিয়ে বাবাকে অপহরণের নাটক সাজিয়ে ৫০হাজার টাকা আদায় করে চন্দ্রিমা থানার আরেক কিশোর। ঘটনা দুটি বিচ্ছিন্ন হলেও, সংঘবদ্ধ হয়ে কিশোর অপরাধীরা নানা ঘটনা ঘটাচ্ছে বলে মনে করে পুলিশ।
তিনি আরো জানান, কিশোরদের অপতৎপরতা রুখে দিতে মহানগরীজুড়ে একযোগে চলছে অভিযান। বিশ্লেষকরা বলছেন, খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কিশোরদের সম্পৃক্ত করা জরুরি। দুই সপ্তাহ’র অভিযানে নগরীতে বাইক পার্টি ও উঠতি মাস্তানদের আগাগোণা কমেছে।