চেক ডিজঅনারের মামলা যুগ্ম দায়রা জজ আদালতে নিষ্পত্তির নির্দেশ
- আপডেট সময় : ০৭:১১:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
চেক ডিজঅনারের সব মামলা যুগ্ম দায়রা জজ আদালতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা রিটের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ এই রায় দেয়। পাশাপাশি উচ্চ আদালতের এই সিদ্ধান্তকে ১৫ দিনের মধ্যে সার্কুলার আকারে দেশের প্রতিটি আদালতকে জানিয়ে দিতে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও নির্দেশ দেয় আদালত। চেক মামলার জনভোগান্তি রোধে হাইকোর্টের এই রায়কে যুগান্তকারী বলে মন্তব্য করেছেন আইনজীবীরা।
প্রতিদিন শত শত চেক ডিজঅনারের মামলা নিয়ে বিচারিক আদালতে ঘুরতে হয় বিচারপ্রার্থীদের।এতদিন সহকারি দায়রা জজ, যুগ্ম দায়রা জজ এবং দায়রা জজ তিনটি আদালতেই চলতো চেক ডিজঅনার মামলার বিচারকাজ। বিচারের জন্য নাকাল হতে হতো ভুক্তভোগীদের।
এমন বাস্তবতায় বিষয়টি আদালতের নজরে এনে আলাদা চারটি রিট করা হয়। দায়রা জজ আদালতের নিচের কোন আদালতে এধরনের মামলার বিচারের সুযোগ নেই, আইনি এসব বিধি-বিধান তুলে ধরে বিচারের জন্য একটি নির্দিষ্ট ফোরাম তৈরী করে দেয়ার নির্দেশনা চান রিটকারিরা।
শুনানি শেষে বিচারিক আদালত নির্দিষ্ট করে দিয়ে ১৫ দিনের মধ্যে প্রজ্ঞাপন জারির নির্দেশ দেয় হাইকোর্ট।বিচারপ্রার্থীদের ভোগান্তি নিরসনে উচ্চ আদালতের এই রায় যুগান্তকারি ভূমিকা রাখবে বলেও মত দেন আইনজীবীরা।এর আগে চেক ডিজঅনারের এক মামলায় পূর্নাঙ্গ রায় দেয় আপিল বিভাগ। রায়ে বলা হয়, প্রাপ্যতা নিশ্চিত ছাড়া চেক ডিজঅনারের মামলায় বিবাদীকে সাজা দেয়া যাবে না।