হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন এমপি নিক্সন চৌধুরী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনের মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি নিক্সন চৌধুরী। তার জামিন আবেদনের ওপর শুনানি আগামীকাল।
বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রোববার জামিন আবেদনটি জমা দেন নিক্সন চৌধুরীর আইনজীবী শাহদীন মালিক। বিচারক এই মামলার শুনানির জন্য আগামীকালের তারিখ দেন। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, গালিগালাজ ও হুমকির অভিযোগে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার মামলা করে নির্বাচন কমিশন। চরভদ্রাসন থানায় মামলাটি করেন জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম। মামলার বাদী চরভদ্রাসনের ওই উপ-নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।