টালবাহনা না করে সরকারের উচিত পদত্যাগ করে দ্রুত সুষ্ঠু নির্বাচন দেয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টালবাহনা না করে সরকারের উচিত পদত্যাগ করে দ্রুত নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেয়া। তা না হলে কঠোর আন্দোলন যাবে বিএনপি জোট এমন হুঁশিয়ারী দেন তিনি।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দল আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এ হুঁশিয়ারী দেন তিনি। উপ-নির্বাচনের ফল বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি। একই দাবিতে একই কর্মসূচি পালিত হবে থানা ও উপজেলাপর্যায়ে। রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি আরো জানান, শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।