করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক না পরলে প্রয়োজনে আইন প্রয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘর থেকে বের হওয়া মানুষকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন তিনি। সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
যুক্তরাষ্ট্র ও ইউরোপে আবারও করোনার উর্ধ্বগতি দেখা যাচ্ছে। বাংলাদেশেও কখনো কমছে, কখনো বাড়ছে মৃত্যুহার। সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলির জন্য তাই সতর্কবার্তাও দেয়া হয়েছে স্বাস্থ্য বিভাগ থেকে।
সোমবার সকালে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রীও এ বিষয়ে বেশ কিছু নির্দেশনা দেন। জোর দেন মাস্ক ব্যাবহারের বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
মাঠ প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে, উল্লেখ করে সচিব জানান , ধর্মীয় উপাসনালয়েও মাইকিং করা হবে।
এছাড়া গত জুলাই থেকে সেপ্টেম্বর মাসে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার, তার আগের বছরের একই সময়ের থেকে ১২ শতাংশ কমেছে বলে মন্ত্রিসভাকে অবহিত করা হয় বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।