ময়মনসিংহে পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নিহত শুভ্রর ছোট ভাই আবিদুর রহমান আবিদ ১৪ জনকে আসামি করে মামলা করা হয়। মামলায় পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানকে এই মামলায় আসামী করা হয়েছে। মাসুদুর রহমান শুভ্র হত্যার পরিকল্পনাকারী হিসেবে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এবং প্রধান আসামি ময়লাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াদুজ্জামান রিয়াদকে সন্দেহভাজন ধরা হচ্ছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা চলছে বলেও জানান পুলিশ।