দেশে মন খুলে কথা বলার মতো গণতান্ত্রিক পরিবেশ নেই : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৫:৩৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
দেশে মন খুলে কথা বলার মতো গণতান্ত্রিক পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন তিনি।
গত এক যুগ ধরে বিএনপি নেতাকর্মীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল আরো বলেন, এই সরকার দেশের জনগণকে এমনভাবে বিভক্ত করেছে যে, এখন সামাজিক সম্পর্ক তৈরিতেও কে আওয়ামী লীগ, কে বিএনপি তা দেখা হচ্ছে। তিনি অভিযোগ করেন, বর্তমানে জিডিপি প্রবৃদ্ধি ও উন্নয়ন সুবিধার লভ্যাংশ সরকারপন্থী লুটেরা একশ্রেণীর মুষ্টিমেয় মানুষের কাছেই পুঞ্জিভূত হচ্ছে। এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণী আরও নি:স্ব হচ্ছে। সামগ্রিক বিষয়গুলো নিয়ে অর্থনৈতিক উন্নয়নের একটা ধোঁকাবাজি চলছে। সংবাদ সম্মেলনে তিনি হিন্দু ধর্মাবলীদের আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান ও শান্তি বজায় রেখে সব বিধি মানার আহ্বান জানান।