চার খুনের দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছে আসামি রায়হান
- আপডেট সময় : ০২:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়ায় চারখুনের মামলায় দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছেন মামলার আসামি রায়হান। নিহতের ভাই রাহানুর সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডলের আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করেন।
সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক জানিয়েছেন, ভাই ভাবির গালিগালাজ সহ্য করতে না পেরে তাদের হত্যার পরিকল্পনা করে বেকার রায়হানুল। সিআইডির কর্মকর্তা জানান, ঘুমের ওষুধ খাওয়ানোর পর তাদের হত্যা করা হয়। যদিও মাকে হত্যার সময় ছেলে মেয়ে জেগে যাওয়ায় তাদের হত্যা করতে বাধ্য হয় রায়হান। আদালত রোববার শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুদিন জিজ্ঞাসাবাদ শেষে রাহানুর হত্যার দোষ স্বীকার করে। অপর তিনজনকে গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, গ্রেফতারকৃত তিনজন খালেক, আসাদুল ও রাজ্জাক নির্দোষ কিনা তা চূড়ান্ত তদন্ত শেষে বলা যাবে। গত ১৪ অক্টোবর রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার খলসি গ্রামে ভাইয়ের হাতে খুন হন শাহিনুরসহ তার পরিবারের তিন সদস্য।