ইমোতে প্রেম থেকে বিয়ে করে ১১লাখ টাকা বাগিয়ে উধাও
- আপডেট সময় : ০৩:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ইমোতে প্রেম থেকে বিয়ে করে আমেরিকা নিয়ে যাওয়ার কথা বলে ১১লাখ টাকা বাগিয়ে উধাও। এসবই হয়েছে মিথ্যে পরিচয়ে। সম্মান রক্ষায় নিজের কানের দুল বিক্রি করে টাকা তুলে দিতে হয়েছে কথিত প্রেমিকের হাতে। শুধু তাই নয়, মোটা বেতনে চাকরির ফাঁদ পেতেও হাতিয়ে নেয়া হচ্ছে বিপুল টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহই এ ধরনের প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। তবে এসব অপরাধীদের শনাক্তে বেশ সাফল্য দেখিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।
সনি আহমেদ নামে এ যুবকের সাথে বন্ধুর মাধ্যমে পরিচয়, রাজশাহী নগরীর বেসরকারী কলেজের এক ছাত্রীর। এরপর প্রেম। সবার অজান্তে বাড়িতে থেকে পালিয়ে মিষ্টির দোকানে বসে ভুয়া কাবিননামায় স্বাক্ষর করে বিয়ে। তারপর শুরু হয় ব্ল্যাকমেইলিং।বেকারদের টার্গেট করে অনলাইনে ভার্চুয়াল ডলার কেনাবেচনার লোভনীয় সুযোগ দেখিয়ে জিম্মি করে হাতিয়ে নেয়া হচ্ছে মোটা অংকের টাকা। আর ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে টাকা আদায়ের ঘটনাও কম নয়।
তবে এধরনের অপরাধীদের শনাক্তে বেশ সাফল্য দেখিয়েছে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট।এদিকে পুলিশ কমিশনার জানান, অত্যাধুনিক প্রযুক্তি ও নিত্যনতুন কৌশলে প্রতারণার ফাঁদ পাতছে সাইবার অপরাধীরা। তবে এ ধরণের অপরাধ ঠেকাতে কড়া নজর রাখা হচ্ছে।
আরএমপিতে সাইবার ইউনিট চালুর মাত্র এক মাসের মাথায় অন্তত ১০টি বড় ঘটনার রহস্য উদঘাটিত হয়েছে।