নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত
- আপডেট সময় : ০২:৫৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভাগীয়, জেলা, উপজেলাসহ সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে।নোয়াখালীতে বৃষ্টি ও সামুদ্রিক জোয়ারের তীব্রতা বেড়েছে। নৌ চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগ বেড়েছে।
হাতিয়াতে, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলার অনেক এলাকায় বেড়িবাঁধ না থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে ঢাকা, চট্টগ্রামের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এছাড়া হাতিয়া-চেয়ারম্যানঘাট নৌরুটে সী-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। জেলা আবহাওয়া অফিস সমুদ্র উপকূলে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে মেঘনা ও বঙ্গোপসাগরে অবস্থানরত সব ট্রলার ও মাছ ধরার নৌকাকে সাবধানে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কক্সবাজারের সেন্টমার্টিনে চার শতাধিক পর্যটক আটকা ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত। বৈরী আবহাওয়ার কারণে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে চার শতাধিক পর্যটক আটকা পড়েছে। বৈরী আবহাওয়ার কারনে গত দুই দিনের টানা বৃষ্টিতে গোপালগঞ্জ পৌরসভার রাস্তা ও নিচু এলাকা পানি জমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। গত ৪৮ ঘন্টায় ৬৩.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।