গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন।
দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়া, ভাঙ্গা ও মুকসুদপুরে এসব দুর্ঘটনা ঘটে। একটি পিকআপ গোপালগঞ্জ যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি বাড়ীতে ঢুকে পড়ে। এতে শিশু তাসফিয়া ঘটনাস্থলে নিহত হয়। অপরদিকে, ফরিদপুর থেকে একটি প্রাইভেটকার খুলনা যাওয়ার সময় ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের একটি গাছের সাথে ধাক্কা লেগে নিহত হন চালক শাহীন মোল্লা। এছাড়া রাতে মুকসুদপুরে মাইক্রোবাসের ধাক্কায় আরো একজন নিহত হন।