নদ-নদীতে মাছ ধরায় মাদারীপুর, সিরাজগঞ্জ ও পাবনায় ৯২ জেলেকে আটক
- আপডেট সময় : ০৭:৩২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
নিষেধাজ্ঞা অমান্য করে নদ-নদীতে মাছ ধরায় মাদারীপুর, সিরাজগঞ্জ ও পাবনায় ৯২ জেলেকে আটক করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর মাদারীপুরের শিবচর অংশে ইলিশ নিধনের অপরাধে ৫৮ জেলেকে আটক করে প্রত্যেককে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় প্রায় ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়।
সিরাজগঞ্জের বেলকুচির যমুনা নদী থেকে অবৈধভাবে মা ইলিশ ধরার অপরাধে ২০ জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে ২০ জেলেকে আটকের পর প্রত্যেককে ১৩ দিন করে কারাদন্ড প্রদানের পর সন্ধ্যায়ই তাদের জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়।
নিষেধাজ্ঞা অমান্য করে পাবনায় মা ইলিশ শিকার করায় ২৪ ঘন্টায় ১৪ জনকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ ইলিশ মাছ ও কারেন্ট জাল। আটককৃতদের বিরুদ্ধে মামলাসহ ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। আর জব্দকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।