শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আজ শুক্রবার থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে ভোমরাস্থল বন্দর
- আপডেট সময় : ০৭:৩৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সনাতন ধর্ম্বাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আজ শুক্রবার থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম।
এই সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। আগামী ২৮ অক্টোবর বুধবার থেকে আবারও যথারীতি শুরু হবে বন্দরের আমাদানী-রপ্তানীকার্যক্রম।
………..
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আজ থেকে ৬ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। ২৯ অক্টোবর সকাল থেকে স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হবে। তবে এই সময়ে বন্দরে সরকারী কার্যক্রম স্বাভাবিক থাকবে।
……
এদিকে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের বৃহৎ রফতানী মুখী ব্রাহ্মণ বাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ২২ অক্টোবর থেকে ৭ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষনা দিয়েছে বন্দর ব্যবসায়ীরা। তবে ১ নভেম্বর সকাল থেকে মাছ রফতানির মধ্য দিয়ে স্থল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হবে। আটকে পড়া পাস পোর্টধারী ও কূটনৈতিক পাসপোর্টধারী যাত্রী পারা-পার স্বাভাবিক থাকবে।