আরো তিনটি ব্যাটলগ্রাউন্ড স্টেটে আজ নির্বাচনী প্রচার চালাবেন ট্রাম্প ও বাইডেন প্রচার চালাবেন পেনসিলভেনিয়ায়
- আপডেট সময় : ১২:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
আরো তিনটি ব্যাটলগ্রাউন্ড স্টেটে আজ নির্বাচনী প্রচার চালাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন প্রচার চালাবেন পেনসিলভেনিয়ায়। আর বাইডেনের পক্ষে ফ্লোরিডায় প্রচার চালাবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এদিকে, শুক্রবার ব্যাটলগ্রাউন্ড স্টেট ফ্লোরিডার দ্য ভিলেজেস পোলো ক্লাবে নির্বাচনি প্রচারে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চূড়ান্ত বিতর্কে বাইডেন প্রমাণ করেছেন তিনি প্রেসিডেন্ট হবার যোগ্য নন, শুক্রবার শেষ বিতর্কের পর এ কথা বলেন তিনি। চূড়ান্ত বিতর্কে বাইডেনের চেয়ে ভালো করেছেন বলেও দাবি করেন তিনি। অন্যদিকে, ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিনংটনে নির্বাচনি প্রচারে ডেমোক্র্যোট পদপ্রার্থী জো বাইডেন জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ধাপে ধাপে কিভাবে করোনা মোকাবিলা করবেন। যার মধ্যে রয়েছে সবাইকে মাস্ক পরা, বিস্তৃত আকারে করোনা পরীক্ষা ও বিনামূল্যে ভ্যাকসিন প্রয়োগ। ফ্লোরিডায় এ সপ্তাহে এক জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিলেন বাইডেন।