ইসরায়েলের সঙ্গে এবার সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে সুদান
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ইসরায়েলের সঙ্গে এবার সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে সুদান। এবারও উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্পর্ক স্বাভাবিক করতে শান্তিচুক্তি হতে যাচ্ছে।
সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর এ নিয়ে তৃতীয় আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা দিলো সুদান। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়ে বলেন, ইসরায়েল এবং সুদান শান্তি স্থাপনে রাজি হয়েছে। দুই দেশের জন্য এ এক অভাবনীয় চুক্তি। একে মধ্যপ্রাচ্যে কোন রক্তক্ষয় ছাড়াই শান্তির চুক্তি বলেছেন তিনি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সুদানের যৌথ বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়। এ সময় অন্তত আরও পাঁচটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী বলে জানান ট্রাম্প।