দু-তিন বছরেই সারাদেশের সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন আসবে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:১৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালু হয়েছে রোড সেফটি অডিট। সকালে ব্র্যাক ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়াল বক্তব্যে একথা বলেন তিনি।
ব্র্যাক ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় অনলাইনে যুক্ত হন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় নিরাপদ ও ভ্রমণবান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা সরকারের অগ্রাধিকার জানিয়ে তিনি বলেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।
মন্ত্রী বলেন নিরাপদ সড়ক নিশ্চিত করণে প্রয়োজন দক্ষ ও প্রশিক্ষিত চালক,এ বাস্তবতা উপলব্ধি করে সরকার পেশাজীবি গাড়িচালকদের প্রশিক্ষণ সুবিধা বাড়ানোর কাজ করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবনায় পরবর্তী নির্বাচন নয়, তাঁর ভাবনায় পরবর্তী প্রজন্ম উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার স্বপ্ন সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মান।