রাজধানীতে বিপুল পরিমাণ জাল টাকা, ডলার ও নোট তৈরির সরঞ্জামাদিসহ ৬ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৪৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা, ডলার ও নোট তৈরির সরঞ্জামাদিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তাদের কাছ থেকে ৫৮ লাখ ৭০ হাজার মূল্যের জাল টাকা ও জাল ডলারসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বলেন, রাজধানীর কোতয়ালী, আদাবর থানাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে—-মামুন, শিমু, কাজী মাসুদ পারভেজ, রুহুল আলম, সোহেল রানা ও নাজমুল হককে গ্রফতার করা হয়েছে। এসময় তিনি বলেন, পরস্পর যোগসাজসের মাধ্যমে জাল নোট প্রস্তুত করে খুচরা ও পাইকারিভাবে বিক্রি করতো গ্রেফতারকৃতরা। বড় কোন উৎসবসহ ঈদ ও দুর্গাপূজাকে টার্গেট করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সহযোগীদের মাধ্যমে জাল টাকা সরবরাহ করা হতো। এছাড়া তিনি আরো বলেন, তাদের তৈরিকৃত টাকা ও ডলার আসল না নকল তা সহজে বুঝা যেত না।