দেশের যে স্তরেই দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে বর্তমান সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের যে স্তরেই দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে বর্তমান সরকার। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজতজয়ন্তী উপলক্ষে ভার্চুয়ালি বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, ৭৫ পরবর্তী সরকারগুলোর একমাত্র নীতি ছিলো দুর্নীতি। দুর্নীতির বিচার করতে গিয়ে আওয়ামী লীগ অনেক সময় দোষের ভাগিদার হচ্ছে বলেও জানান তিনি। সাংবাদিকরা সমাজের দর্পণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাংবাদিকরা যেন মানুষের কল্যাণে কাজ করেন। প্রধানমন্ত্রী বলেন, সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে আওয়ামী লীগ সরকার। বিশ্বের কাছে বংলাদেশের হারানো গৌরব আওয়ামী লীগ ফিরিয়ে এনেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।