নারী নির্যাতনকারীদের জন্য আওয়ামী লীগের দরজা চিরদিনের জন্য বন্ধঃ ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৫:৪০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সরকারের পাশাপাশি দলের অবস্থানও কঠোর উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরদিনের জন্য বন্ধ। সকালে নোয়াখালীর নিজ নির্বাচনী এলাকার বসুরহাট ও কবিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে ভার্চুয়াল বক্তব্যে এ কথা বলেন তিনি। এদিকে, কুষ্টিয়ায় ‘নারীর প্রতি সহিংসতা রোধে যুব সমাজ ও সামাজিক সংগঠনের ভূমিকা’ শীর্ষক আলোচনায় আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন বিএনপির রাজনৈতিক উদ্দেশ্যই হচ্ছে কোন ইস্যু ছাড়াই সরকারের বিরুদ্ধে অভিযোগ করা।
রোববার শারদীয় দুর্গোপূজা উপলক্ষে নোয়াখালীর নিজ নির্বাচনী এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সাথে ঢাকার সরকারী বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলীয় পরিচয় কোন অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না, জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কোন অপরাধীকেই প্রশ্রয় দিবে না আওয়ামী লীগ।এ সময় সংখ্যালঘু ভেবে নিজেদের দুর্বল মনে না করারও আহবান জানান তিনি।
এদিকে, কুষ্টিয়ায় ‘নারীর প্রতি সহিংসতা রোধে যুব সমাজ ও সামাজিক সংগঠনের ভূমিকা’ নিয়ে আয়োজিত সভায় যোগ দেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবু উল আলম হানিফ। এসময় বিএনপির বিভিন্ন অভিযোগের জবাব দেন তিনি। সরকারের বিরুদ্ধাচরণ নয়, বিএনপির উচিত জনগনের হয়ে কথা বলা, এমন মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।