গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৪টি দোকান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৪টি দোকান।
নাগরা বাসস্ট্যান্ড বাজারের একটি মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এতে ওই বাজারের মাহাবুব আলম খানের মেশিনারী পার্সের দোকান, ইদ্রিস আলী শেখের মুদি দোকান, আইয়ুব আলী শেখের মুদি দোকান ও রিয়াদ ফকিরের মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সর্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এ অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।