ধানের এলাকা হিসেবে পরিচিত যশোরে এবছর রেকর্ড পরিমান শিমের আবাদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ধানের এলাকা হিসেবে পরিচিত যশোরের মনিরামপুরে এবছর রেকর্ড পরিমান শিমের আবাদ হয়েছে। বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শুধু শিম আর শিম। আগাম জাতের এ শিম স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে সারাদেশে। লাভবান হওয়ায় কৃষকও খুশি।
এক বছর আগেও এসব জমিতে ধান আবাদ করতো মনিরামপুরের কৃষক। পর পর লোকসানের কারণে, এবছর শিম চাষে ঝুঁকে পড়েন তারা। লাভজনক হওয়ায় এখন উপজেলার প্রায় এলাকাতেই শিম চাষ করেছেন চাষিরা। আরলি ৪৫ আগাম জাতের এই শিমে ধানের চেয়ে বেশি লাভবান হচ্ছেন বলে জানান, তারা।
ব্যাপক ফলনের কারণে মনিরামপুরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পাইকার বাজার গড়ে উঠেছে। এসব আড়ৎ থেকে প্রতিদিন ট্রাকে শিম চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। শিম চাষে কৃষকদের নানা সহায়তা দেয়া হচ্ছে বলে জানায়, কৃষি বিভাগ। মনিরামপুর উপজেলায় এবার প্রায় দু’শ হেক্টর জমিতে আগাম জাতের শিমের আবাদ হয়েছে।