অপরাজনীতির কারণেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বিএনপিঃ ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
দেশের রাজনীতিতে যোগ্য বিরোধী দলের ভূমিকা পালনে বিএনপিকে আওয়ামী লীগের অতীত অনুসরণ করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন- বিআরটিসি’র গাবতলী ট্রেনিং সেন্টার উদ্বোধনকালে ভার্চুয়াল বক্তব্যে এ পরামর্শ দেন তিনি। সরকার বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়– বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের আরো বলেন, তারা নিজেদের অক্ষমতা ও অপরাজনীতির কারণেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন- বিআরটিসি’র গাবতলী ট্রেনিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপি নিজেদের ব্যর্থতা ও অক্ষমতা ঢাকতে সরকারের উপর ক্রমাগত দোষ চাপাচ্ছে উল্লেখ করে এ সময় বিএনপি মহাসচিবের বিভিন্ন অভিযোগের জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সরকার বিরাজনীতিকরণে বিশ্বাসী নয় দাবি করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে বিরোধী দলের সক্রিয় ভূমিকার প্রত্যাশার কথাও জানান ওবায়দুল সরকার।
এসময় সেবার মান, দক্ষতা, সততা ও ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিসহ স্বচ্ছতা নিশ্চিত হলে বিআরটিসি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।