ব্যবহারের আগেই খুলে পড়ছে নির্মানাধীন ভবনের পলেস্তারা
- আপডেট সময় : ০২:২৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
পাঁচ বছরেও শেষ হয়নি বরিশাল বিভাগীয় শিল্পকলা একাডেমি ভবন ও অডিটরিয়াম নির্মাণের কাজ। দুই বছরের মধ্যেই প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপন করা এই প্রকল্প হস্তান্তরের কথা ছিল। এরই মধ্যে শুরু হয়েছে নির্মাণাধীন ভবনের সংস্কার কাজ। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত স্থাপনার মানসম্পন্ন কাজ হয়নি বলে অভিযোগ করেছেন সাংস্কৃতিক নেতারা। এর প্রতিবাদে নগরীতে মানববন্ধনও করেছেন তারা।
২০১৭ সালের জুন মাসে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে পাঁচ’শ আসনের অডিটোরিয়াম, উন্মুক্ত মঞ্চ, আর্ট গ্যালারিসহ বরিশাল শিল্পকলা একাডেমির চারতলা ভবন হস্তান্তরের চুক্তি হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে। দফায় দফায় মেয়াদ বাড়ালেও, কাজ শেষ হয়নি পাঁচ বছরেও।
ব্যবহারের আগেই খুলে পড়ছে নির্মানাধীন ভবনের পলেস্তারা। বিভিন্ন অংশ ভেঙ্গে আবারো চলছে নির্মাণ কাজ। সময়মতো না হওয়া এবং নিম্নমানের কাজের জন্য গনপূর্ত বিভাগকে দুষছেন, সাংস্কৃতিক কর্মীরা।
দুর্নীতিগ্রস্থ ঠিকাদারি চক্র, ভবন নির্মানে সম্পৃক্ত বলে ক্ষোভ জানায়, সাংস্কৃতিক নেতারা।মানসম্পন্ন নির্মাণ সামগ্রী ব্যবহারের দাবি করে, গণপূর্ত বিভাগ।নিম্নমানের অংশগুলি ভেঙ্গে নতুনভাবে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান, জেলা প্রশাসক।
বরিশালের মতো দেশের সাত জেলার শিল্পকলা একাডেমি ভবন ও অডিটরিয়াম নির্মানের গুনগত মান নিয়েও সাংস্কৃতিক নেতারা প্রশ্ন তুলেছেন বলে জানা গেছে।