অবৈধভাবে ক্ষমতা দখলকারীরাই স্বাধীনতার অর্জন ও চেতনা ভূলুন্ঠিত করেছিল : প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যেন বিশ্বে মাথা উঁচু করে চলতে পারে, সে লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে সরকার। সকালে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে দেয়া ভার্চূয়াল বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় অবৈধভাবে ক্ষমতা দখলকারীরাই স্বাধীনতার সব অর্জন ও চেতনা ভূলুন্ঠিত করেছিল বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে গৌরবজ্জল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৮ বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়।
ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত স্বাধীনতা পুরস্কার অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতেই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, চিকিৎসা এবং শিক্ষায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর পক্ষে এই পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
পরে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, প্রতিবছর ২৫ মার্চ এই পুরস্কার দেয়া হলেও এবার করোনা সংক্রমণের কারণে তা সম্ভব হয়নি।
শোষিত ও নিপীড়িত মানুষের কথা ভেবেই বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘৭৫ পরবর্তী অবৈধ ক্ষমতা দখলকারীরাই ইতিহাস থেকে তাঁর অবদান মুছে ফেলতে চেয়েছিলো।
মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি সবসময় মাথা উঁচু করেই চলে উল্লেখ করে সে লক্ষ্য অর্জনেই কাজ করছেন বলেও জানান সরকার প্রধান।
এছাড়া করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়ার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।