বহুদলীয় গণতন্ত্রের স্বার্থেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে : জিএম কাদের
- আপডেট সময় : ০৭:৩২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের স্বার্থেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে। প্রচলিত নির্বাচন ব্যবস্থা জনগণের আস্থা হারিয়েছে। ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সকালে জাতীয় প্রেসক্লাবে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। এসময় উপজেলা পরিষদ ব্যবস্থা পূর্ণাঙ্গ করতে সরকারের প্রতি আহ্বান জানান জিএম কাদের।
জাতীয় প্রেসক্লাবে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয় ছাত্র সমাজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
এ সময় বর্তমান নির্বাচন ব্যবস্থায় শুধু বড় দু’-তিনটি দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় উল্লেখ করে তিনি বলেন, সংসদে সংরক্ষিত নারী আসনের মতই যদি সারাদেশে ভোটের অনুপাতিক হারে এমপি নির্বাচিত হয় তাহলে গণমানুষের আশা-আকাংখার সঠিক প্রতিফলন হবে।
পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের ফেডারেল সরকার ব্যবস্থা প্রবর্তনের দাবি জানিয়ে তিনি বলেন, ১৮ কোটি মানুষের জন্য এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়।
জিএম কাদের আরো বলেন, পল্লীবন্ধুর দেশ পরিচালনায় সুশাসন নিশ্চিত হয়েছিলো। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে মানুষ ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারতো। দলীয় পরিচয় ছাড়াই চাকুরিতে নিয়োগ পেয়েছে সব শ্রেণীর যোগ্য মানুষ।