গুজব সৃষ্টিকারীদের আইনের আওতায় বিচার নিশ্চিত করতে হবেঃ জি এম কাদের
- আপডেট সময় : ০১:৫২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া সংবাদ বা গুজব সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আহবানও জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের । সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উপলক্ষে ফেইক নিউজের চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যমের করণীয়’ শীর্ষক সেমিনারে এ আহবান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, সামাজিক মাধ্যমকে পাশ কাটানোর চেষ্টা না করে সাংবাদিকতার শিক্ষা বৃহৎ পরিসরে ছড়িয়ে দেয়ার ব্যবস্থা করতে হবে। ফেইক নিউজ বা ভুয়া সংবাদ প্রচার বন্ধে গণমাধ্যমগুলোকে সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করে, গণমাধ্যমকে রাষ্ট্র তথা সমাজের সমালোচকের ভূমিকায় ফিরে যেতে হবে। সেমিনারে বক্তরা প্রতিটি গণমাধ্যমে ভুয়া সংবাদ যাচাইয়ের জন্য আলাদা ডেস্ক চালুরও সুপারিশ করেন। পাশাপাশি ফেক নিউজ প্রচার বন্ধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন আলোচকরা।