ফ্রান্সে মহানবী (সা:)’র ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বিভিন্ন জেলায় মানবন্ধন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৪৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ফ্রান্সে মহানবী (সা:)’র ব্যঙ্গচিত্রের প্রতিবাদে আজও মানবন্ধন ও বিক্ষোভ হয়েছে চট্রগ্রাম, সুনামগঞ্জ, গাইবান্ধা, দিনাজপুর, বরিশাল ও মাদারীপুরসহ বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে
বিশ্বের মুসলিম দেশগুলোকে ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানিয়েছেন চট্টগ্রামে হেফাজত ইসলামের মহাসচিব জুনায়েদ বাবু নগরী। জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ আহবান জানান।
একই ইস্যুতে প্রতিবাদ করে বিক্ষোভ মিছিল ও সভা করেছে সুনামগঞ্জে উলামা মাশায়েক ঐক্য পরিষদ। এ সময় প্রেসিডেন্ট ম্যাক্রো ও ফ্রান্সের পণ্য বর্জনের দাবি জানানো হয়।
জুম্মার নামাজের পর গাইবান্ধা জেলা ইমাম ও ওলামা পরিষদ জেলার শাখার আয়োজনে জেলার কেন্দ্রীয় জামে মসজিদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
দিনাজপুর সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ইসলামী সংগঠন। বাদ জুম্মা শহরে বিক্ষোভ মিছিল থেকে পণ্য বয়কটসহ ফ্রান্সকে অবিলম্বে ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়।
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল হয়েছে। একই কারণের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে মুসল্লীরা।
ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য, ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশ ও মুসলমানদের উপর হামলা এবং নিপিড়নের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে শেরপুরে। এসময় ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধরা।
কুমিল্লা জেলা কমিটি মাদ্রাসা সংগঠন” বাদ জুম্মা মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন টিপরা বাজার থেকে কালাকচুয়া ঘুরে আসে।
প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বেনাপোল, চাঁদপুর, পটুয়াখালী ও নোয়াখালীর বিভিন্ন ইসলামী সংগঠন।