আর্জেন্টাইন কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনার ৬০তম জন্মদিন আজ
- আপডেট সময় : ০৭:২৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
দিয়াগো ম্যারাডোনার জীবন্ত এই আর্জেন্টাইন কিংবদন্তীর ৬০তম জন্মদিন। কোয়ারেন্টাইনে থাকায় বিশেষ এই দিনটা একাই কাটাতে হচ্ছে ফুটবল জাদুকরকে। ১৯৬০ সালের এই দিনে আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের লানুসে দরিদ্র পরিবারে বাবা-মা’র কোল আলো করে আসেন। বেড়ে ওঠা ভিয়া ফিওরিতোতে। শৈশবেই ফুটবলের সঙ্গে প্রেম ম্যারাডোনার।
৮ বছর বয়সে আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলে যোগদান। পায়ের যাদুতে দ্রুতই দর্শক থেকে সংগঠকদের নজরে আসা। অনেকের কাছেই ফুটবল ঈশ্বর তিনি। ফুটবল বিধাতার হাত দিয়ে ১৯৮৬ বিশ্বকাপ জয়, মাদক কিংবা মারমুখী মন্তব্যের কারণে প্রতিনিয়তই খবরের শিরোনাম। ফুর্তিবাজ জীবনে মুদ্রার দুপিঠই দেখেছেন। ফুটবলে তার অসামান্য প্রতিভার জন্য খ্যাতি পেয়েছিলেন ‘দ্য গোল্ডেন বয়’ নামে। ১৯৭৭ সালে সাদা-আকাশীর জার্সি গায়ে জড়ানো। চারটি বিশ্বকাপ মাতিয়েছেন। ১৯৮৬ সালে কাপ্তান হয়ে দ্বিতীয়বার আলবিসেলেস্তাদের দিয়েছেন শিরোপার স্বাদ। ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে করা তার প্রথম গোলটি ইতিহাসের সবচেয়ে বিখ্যাত একই সাথে বিতর্কিত গোল হিসেবে স্বীকৃত। যেটি ‘হ্যান্ড অফ গড’ নামে পরিচিত। এখনও মাঠেই আছেন। তবে কোচ হিসেবে নামের প্রতি সুবিচার করতে পারেননি দিয়েগো ম্যারাডোনা।