ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকার চাপায় এক পথচারি নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকার চাপায় সুমন নামের এক পথচারি নিহত হয়েছে। গেলো রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলী জানিয়েছেন, রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী প্রাইভেটকার ওই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।পরে খবর পেয়ে পুলিশ প্রাইভেটকারসহ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত সুমন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বিশকাটালি গ্রামের লিয়াকত আলীর ছেলে।