সংযোগ সড়ক না থাকায় নির্মাণের দুই বছরেও মাথাভাঙ্গা সেতু ব্যবহার উপযোগী হয়নি
- আপডেট সময় : ০২:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
সংযোগ সড়ক না থাকায় নির্মাণের দুই বছরেও চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা সেতু ব্যবহার উপযোগী হয়নি। জেলার হাজরাহাটি-শিয়ালমারি এলাকার ২০ গ্রামের লক্ষাধিক মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকে সেতু পারাপার করতে গিয়ে দুর্ঘটনায় পড়ছেন। এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলছেন, অবৈধ স্থাপনার কারণে সংযোগ সড়ক নির্মানে দেরি হচ্ছে।
২০১৭ সালে ছয় কোটি নয় লাখ টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজারাহাটি ও শিয়ালমারী খেয়া ঘাটে সেতু নির্মান শুরু হয়। কাজ শেষ হয় ২০১৯ সালের জানুয়ারি মাসে। দু’বছর পেরিয়ে গেলেও সেতুটি জনসাধারনের চলাচলের জন্য খুলে দেয়া হয়নি।
এজন্য প্রতিদিন আট-দশ কিলোমিটার পথ ঘুরে হাজারো মানুষকে চলাচল করতে হচ্ছে। এছাড়াও, সেতুর দু’পাশ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারপরও অনেকে পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়ছে। আগে নৌকায় পারাপার হওয়া গেলেও, এখন তা বন্ধ রয়েছে। খুব শিগগিরি অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে সংযোগ সড়ক নির্মান করা হবে বলে জানায়, এলজিইডি। সেতুটি শিগশিগই চলাচলের উপযোগী হবে বলে আশা করে চুয়াডাঙ্গাবাসী।