তিস্তার দুই পাড়ে ২৩০ কিলোমিটার জুড়ে এলাকাবাসীর মানববন্ধন
- আপডেট সময় : ০৬:২৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
নদী খনন, সংস্কার ও সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নীলফামারী থেকে গাইবান্ধা পর্যন্ত তিস্তার দুই পাড়ে ২৩০ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন করেছে তিস্তাবাসী। তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের এই কর্মসূচিতে বক্তারা, তিস্তা পাড়ের কয়েক লাখ মানুষের জীবন মান উন্নয়নে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।
এমন দৃশ্য তিস্তা পাড়ের দুই ধারে। নদী খনন, সংস্কার ও সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নীলফামারী থেকে গাইবান্ধা পর্যন্ত তিস্তার দুই পাড়ে প্রায় ২৩০ কিলোমিটার জুড়ে এই মানববন্ধনের আয়োজন করে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।
কর্মসূচিতে অংশ নেন তিস্তা নদী সংলগ্ন এলাকাবাসী। রোববার সকালের এই আয়োজনের শুরু তিস্তা নদীর প্রবেশ মুখ বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাইয়ের জিরো পয়েন্ট থেকে। শেষ হয় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর ঘাটে গিয়ে।
কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, তিস্তাকে ঘিরে সাড়ে ৮ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা গ্রহণ করে সরকার।
নদী পাড়ের কয়েক লাখ মানুষের জীবন মান উন্নয়নে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে বলে মত পরিষদ নেতার।
মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষারও দাবি কর্মসূচিতে অংশ নেয়া মানুষের।