কুড়িগ্রামে ,জামালপুর, সিরাজগঞ্জ ও সাতক্ষীরায় বিভিন্ন দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৭:৪৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিসের কর্মীদের স্থায়ী কর্মসংস্থানের দাবিসহ জামালপুর, সিরাজগঞ্জ ও সাতক্ষীরায় বিভিন্ন দাবিতে মানববন্ধন হয়েছে।
কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিসের উপকারভোগী বেকার কর্মীদের স্থায়ী কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন হয়েছে। কুড়িগ্রামে প্রায় ৩০ হাজার ন্যাশনাল সার্ভিস কর্মী বেকার হয়ে অসহায় জীবন যাপন করছে। মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের টাইমস্কেল প্রদান, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণসহ ১০ দফা দাবিতে জামালপুরে আলোচনা সভা হয়েছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জের হাটকান্দা গ্রামের সরকারী রাস্তা উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। সকালে উপজেলা সদরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে স্থানীয়রা।
এদিকে, সাতক্ষীরায় টিআরএম পদ্ধতি সংযুক্ত করে বেতনা-মরিচ্চাপসহ সকল সংযোগ খাল পুণঃখনন ও দক্ষিণ-পশ্চিম উপকুলীয় অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।