সরকারের ইতিবাচক কোন কিছুই বিএনপি দেখতে পায় না : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সরকারের ইতিবাচক কোন কিছুই বিএনপি দেখতে পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ’র সাথে আলোচনা সভায় একথা বলেন তিনি। বিএনপি’র গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি প্রসঙ্গে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, রাজপথে যাদের একটি বড় মিছিল করার সক্ষমতা নেই, তারা কিভাবে অভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখে?
রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র সেবার মান বৃদ্ধি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সরকারের বিরুদ্ধে বিএনপি’র গণঅভ্যুত্থানের হুঁশিযারি প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এ সময় দেশের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন অভিযোগেরও জবাব দেন তিনি।
বিআরটিএ’র সেবার মান আরো বাড়ানোর তাগিদ দিয়ে যেকোন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।