ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে বিশ্বব্যাপী আন্দোলনে বিএনপি’র একাত্মতা
- আপডেট সময় : ০৭:৫৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
মহানবী (সা:) কে নিয়ে ফ্রান্স ব্যঙ্গ চিত্র ও কটুক্তির প্রতিবাদে বিশ্বব্যাপী মুসলমানদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি। এমনটা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মত প্রকাশের স্বাধীনতার নামে কোন ধর্মকে অবমাননাকে বিএনপি সমর্থন করে না বলেও জানান তিনি। স্থানীয় সরকার আইন ২০২০ প্রণীত হলে অনেকেই নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। উপ-নির্বাচনে প্রতিপক্ষের হামলার তীব্র নিন্দা জানিয়ে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে এসব সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি।
এতে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ফ্রান্সে মহানবী (সা:) নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ ও দেশটির প্রেসিডেন্টের বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে।
ফ্রান্সের এমন বির্তকিত মন্তব্যে বিশ্বের সব মুসলিম দেশে বইছে প্রতিবাদের ঝড়। এমন পরিস্থিতিতে বিশ্ব মানবতা হুমকির মুখে বলে দাবি করেন বিএনপির এই নেতা। ধর্মীয় উসকানীর বিষয়ে ফ্রান্সের বিরুদ্ধে রাষ্ট্রীয় অবস্থান নিয়েও প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব
স্থানীয় সরকার আইন ২০২০ কমিশন প্রণয়ন করলে অনেকের নির্বাচনে অংশ নেয়া কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।
৪১ বিলিয়ন বৈদেশিক মুদ্রার রিজার্ভে অর্থনীতি নতুন গতি পেয়েছে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের এমন মন্তব্যেরও জবাব দেন তিনি।