ইরফান সেলিমের বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখলের অভিযোগ তদন্ত করা হবে : ভূমিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
এমপি হাজী সেলিম পুত্র ইরফান সেলিমের বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখলের অভিযোগের বিষয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী বলেছেন, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলো তদন্ত করা হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।
দুপুরে সাভারে অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউটে সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সে রয়েছেন। তিনি কষ্ট করছেন জনগণকে সেবা দেয়ার জন্য। তাই দুর্নীতি করলে শুধু এমপি-পুত্র নয়, এমপি-মন্ত্রীদেরও ছাড় দেন না তিনি। সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সে সারাদেশে থেকে বিসিএস ক্যাডারভূক্ত এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৭ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।