প্রায় ৭ মাস পর খুলে দেয়া হলো জাতীয় চিড়িয়াখানা
- আপডেট সময় : ০৮:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
করোনার দীর্ঘ বিরতির কাটিয়ে প্রায় ৭ মাস পর খুলে দেয়া হয়েছে জাতীয় চিড়িয়াখানা। যেখানে প্রথম দিনই ছিলো দর্শনার্থীদের ঢল। করোনার ঝুকি থাকলেও বিনোদন কেন্দ্র খুলে দেয়ায় খুশি দর্শনার্থীরা। যদিও স্বাস্থ্যবিধি মেনেই প্রবেশ করতে দেয়া হয়েছে তাদের। এদিকে, স্বাস্থ্যবিধি নিশ্চিতে সব ধরনের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন জাতীয় চিড়িয়াখানার নতুন কিউরেটর ডা. মো. আব্দুল লতিফ। ওদিকে, পাঁচ শর্তে সুন্দরবন ও গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কও পর্যটক এবং দর্শণার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে, আগামী বছরের মার্চ পর্যন্ত মাসের প্রথম রোববার চিড়িয়াখানায় ঢোকা যাবে বিনামূল্যে। করোনাকালের দীর্ঘ বিরতি কাটিয়ে সাত মাস পর খোলার প্রথমদিন রোববার হওয়ায় তাই ভিড়ও বেশি।
খোলার দিনই মানুষের এমন ঢল জানান দিচ্ছে বিনোদনের জন্য কতটা মুখিয়ে সাধারণ মানুষ। অনেকেই এসেছেন, পরিবার-পরিজন নিয়ে। করোনার ঝুঁকি থাকলেও বিনোদন কেন্দ্র খুলে দেয়ায় খুশি দর্শনার্থীরা। যদিও স্বাস্থ্যবিধিই মেনেই প্রবেশ করতে দেয়া হচ্ছে তাদের।
দীর্ঘ দিন পর দর্শনার্থীদের দেখে নড়চড়ে বসেছে খাচা বন্দী পশু-পাখিরা। বাঘ-হরিণ ও পাখিদের দেখে বেশ উচ্ছ্বসিত শিশুরাও।
এদিকে, স্বাস্থ্যবিধি নিশ্চিতে সব ধরনের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন নতুন কিউরেটর ডা. মো. আব্দুল লতিফ। সেই সাথে দর্শনার্থীদেরও সতেচন হওয়ার অনুরোধ জানান তিনি।
ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে জাতীয় চিরিয়াখানা।