ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ইভাঙ্কা ট্রাম্পের ৩৫ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহের রেকর্ড
- আপডেট সময় : ১০:০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ৩৫ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহের রেকর্ড গড়েছেন তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত আগস্টের পর থেকে ইভাঙ্কা ট্রাম্প এ পর্যন্ত বাবার পক্ষে ৩০ টি নির্বাচনী অনুষ্ঠানে অংশ নেন। গত চারটি নির্বাচনী ইভেন্টে অংশ নিয়ে ইভাঙ্কা ১৩ মিলিয়ন ডলার সংগ্রহ করলেন ট্রাম্পের পক্ষে। এর মধ্যে একটি ইভেন্টেই সাড়ে চার মিলিয়ন ডলারের ফান্ড সংগ্রহ করেন ইভাঙ্কা। ইভাঙ্কা সাবেক প্রেসিডেন্ট ওবামার তহবিল সংগ্রহের রেকর্ড ভাঙেন। ২০১৪ সালে ওবামা এক নির্বাচনী সভায় ৩ দশমিক ৮ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করে রেকর্ড গড়েছিলেন। এদিকে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের আগাম ভোট দিয়েছে প্রায় ৬০ মিলিয়ন নাগরিক। নির্বাচনে খরচ হবে ১৪ বিলিয়ন ডলার। চলছে দোদুল্যমান ৮ রাজ্যে তুমুল প্রতিযোগীতা। নির্বাচন নিয়ে আগ্রহ শুধু যুক্তরাষ্ট্রে বসবাসরত মানুষের নয়; এখন বিশ্বব্যাপী আগ্রহের কেন্দ্রে আছে ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নতুন হোয়াইটহাউজ বাসিন্দা কে হবেন তা নিয়ে। তবে সব ক’টি জনমত জরিপে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।