মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর একদিন বাকী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর একদিন বাকী। আগামী ৪ বছরের জন্য নিজেদের রাষ্ট্রপ্রধানের পাশাপাশি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটিকে বেছে নেবেন মার্কিন জনগণ।
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ইউএস ইলেকশনস প্রোজেক্টের হিসাব মতে, শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৯ কোটি ১৬ লাখেরও বেশি আগাম ভোট পড়েছে। দেশটিতে মোট নিবন্ধিত ভোটার প্রায় ১৫ কোটি ৩০ লাখ। সেই অনুযায়ী, শনিবার পর্যন্ত নিবন্ধিত ভোটারের মধ্যে প্রায় ৬০ ভাগ এরই মধ্যে ভোট দিয়ে ফেলেছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণতন্ত্রের দেশ হলেও, মার্কিন নির্বাচনে ভোট দেন মাত্র ৬০ ভাগ জনগণ। ভোটার অংশগ্রহণের দিক থেকে ১৭২ টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের ১৩৯। এছাড়া বিভিন্ন মামলায় অভিযুক্ত থাকায় এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন না ৬০ লাখ মানুষ।