বিশ্বে করোনায় শনাক্ত ছাড়িয়েছে ৪ কোটি ৬৮ লাখ; মৃত্যু ১২ লাখ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
বিশ্বে করোনায় শনাক্ত ছাড়িয়েছে ৪ কোটি ৬৮ লাখ। মৃত্যু ১২ লাখ ছাড়িয়েছে। এরই মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৭ লাখের বেশি মানুষ। এদিকে, বিশ্বব্যাপী সতর্কবার্তা দিতে দিতে নিজেই কোয়ারেন্টিনে গেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
করোনা আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় এই সিদ্ধান্ত নিয়েছেন সংস্থার প্রধান তেদরস আধানম গেব্রিয়াসাস। তবে, তিনি সুস্থ আছেন এবং করোনার কোন উপসর্গ তার নেই বলেও এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন। করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হয়ে গেছে বিভিন্ন দেশে। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে ইংল্যান্ডে চলা একমাসের লকডাউন আরো বাড়তে পারে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ কেবিনেট সদস্য।